✈ বাংলাদেশ–পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর পথে!

📌 পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার জানিয়েছেন, অক্টোবরের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করার আশা করা হচ্ছে।

🛫 ‘ফ্লাই জিন্নাহ’ নামের একটি নতুন এয়ারলাইন্স এই রুটে ফ্লাইট পরিচালনা করতে আগ্রহী। এছাড়াও পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পিআইএ-ও (PIA) বেসরকারিকরণ শেষে ঢাকায় ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।

🤝 ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী।
আলোচনায় উঠে আসে—

  • দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

  • বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি

  • সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করা

🌍 বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সরকার পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

✨ নতুন এই উদ্যোগ দুই দেশের ভ্রমণ, বাণিজ্য এবং সম্পর্ক উন্নয়নে একটি বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave A Comment

All fields marked with an asterisk (*) are required